মোঃ মাইন উদ্দিন, কুলিয়ারচর প্রতিনিধি :
কিশোরগঞ্জের কুলিয়ারচরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ উদযাপন উপলক্ষে লায়ন মুজিব মুনা বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডঃ লক্ষ্মণ প্রসাদ গৌতম, সিনিয়র লেখক ও সমালোচক শ্রীওম শ্রেষ্ঠ রোদন, সিনিয়র লেখক, চেয়ারম্যান ছোটগল্প সমিতি, প্রাক্তন প্রধান সম্পাদক গোর্খা, পত্র, স্বনামধন্য জাতীয় দৈনিক, প্রতীক ঢাকল, সিনিয়র লেখক, চেয়ারম্যান, ট্রাভেলগ সোসাইটি নেপাল, সাবেক যুগ্ম সচিব, নেপাল সরকার এবং নেপালের রাষ্ট্রপতির কার্যালয়ের মুখপাত্র, রাম প্রসাদ পান্ত, সিনিয়র লেখক, চেয়ারম্যান, দায়িতোয়া বঙ্গমায়া প্রতিষ্টান, প্রধান সম্পাদক, দাইতোয়া, জনপ্রিয় সাহিত্য পত্রিকা, প্রাক্তন আন্ডার সেক্রেটারি, নেপাল সরকার, শঙ্কর প্রসাদ ভারতী, সিনিয়র লেখক, চেয়ারম্যান, নভেল সোসাইটি, যাদব ভট্টরাই, সিনিয়র লেখক, প্রভাষক নেপালের ত্রিভুবন ইউনিভার্সিটি, পবন আলোক, সিনিয়র লেখক, পৃষ্ঠপোষক এবং উপদেষ্টা নেপাল ক্রিয়েটিভ রাইটার্স সোসাইটি, প্রধান সম্পাদক, অভিব্যক্তি, জনপ্রিয় সাহিত্য পত্রিকা এবং মিঃ উমেশ রায় আকিনচান, কবি ও লেখক, স্থানীয় নেতৃবৃন্দ, বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য লায়ন মশিউর আহমেদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইয়াছিন খন্দকার, ছয়সূতী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, সাবেক চেয়ারম্যান মীর মিছবাহুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক মামুনূর রশিদ সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।