শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩, ০৮:২২ পূর্বাহ্ন
’৬৬ সনের ২৩ মার্চ বাঙালিদের জীবনে এক অনন্য তারিখ। বাঙালির সামগ্রিক মুক্তি নিহিত যে দুটি দাবিনামায়, সেই দুটিরই সঙ্গে জড়িয়ে আছে তারিখটি। প্রথমটি ১৯৪০ সালের ২৩ মার্চ শেরেবাংলা এ কে ফজলুল হক উত্থাপিত ঐতিহাসিক ‘লাহোর প্রস্তাব।’ যার মূল দাবি ছিল ভারতের উত্তর-পশ্চিম এবং পূর্বাঞ্চলে মুসলমান সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে স্বতন্ত্র স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা। অন্যটি ১৯৬৬ সালে বঙ্গবন্ধু কর্তৃক উত্থাপিত ছয় দফা, যা আসলে স্বাধীনতারই রূপরেখা। আর ’৬৬ সনের ২৩ মার্চ আওয়ামীলীগের সভাপতি শেখ মুজিবুর রহমান লাহোরে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ৬ দফা ঘোষণা করেন।
তাই ৬ দফা ছিল বাঙালির বাঁচার দাবি, বাঙালির মুক্তির সংগ্রাম বা ম্যাগনাকার্টা, বাঙালির স্বাধীনতার সনদ কিংবা স্বাধীনতার রুপরেখা। যেভাবেই বিশেষায়িত করা হোক, বাংলাদেশের ইতিহাসে ছয় দফার গুরুত্ব যেন কিছুতেই পূর্ণভাবে অপ্রকাশিত না হয়।
শাহরিয়ার আলম (শরীফ)
স্টাফ রিপোর্টার, একুশে টাইমস্