শুক্রবার, ০৯ Jun ২০২৩, ০১:৫৮ অপরাহ্ন

ভৈরবে ২০মার্চ টিসিবির পণ্য তেল,ডাল চিনি বিক্রি

ভৈরবে ২০মার্চ টিসিবির পণ্য তেল,ডাল চিনি বিক্রি

এম.এ হালিম,বার্তা সম্পাদক:

দ্রব্যমূল্যের লাগামটেনে ধরতে ভৈরবে ২০ মার্চ টিসিবির মাধ্যমে সয়াবিন তেল,মশুর ডাল ও চিনি বিক্রি করা হবে । শুধুমাত্র কার্ডধারীরা এ সুবিধা ভোগ করবে । সারাদেশে দ্রব্যমূল্যর উর্ধ্বগতি ও সাধারন মানুষের ক্রয় সিমার বাইরে চলে যাওয়ায় বিপাকে পড়েছে সাধারন জনগণ । তাই দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ রাখতে সরকার এ উদ্যোগ গ্রহণ করেছে । উপজেলা প্রশাসন সূত্রে জানাযায়, ভৈরবে পৌরসভার ১২টি ওয়ার্ডে ৬ হাজার ১৭টি পরিবার ও ৭টি ইউনিয়নে ১১ হাজার ৫শ পরিবারের মাঝে টিসিবির কার্ড বিতরন করা হয়েছে । টিসিবির পণ্য ইতিমধ্যে উপজেলায় এসে পৌছেছে । কার্ডধারী প্রতিটি পরিবার ৪শ ৬০ টাকার বিনিময়ে ২ কেজি সয়াবিন তেল,২ কেজি মশুর ডাল ও ২ কেজি চিনি কিনতে পারবে । প্রথম মাসে ২ দফায় কার্ডধারীদের মাঝে এসব পণ্য বিক্রি করা হবে । পরবর্তীতে সরকারের পক্ষ থেকে অন্যান্য নিত্যপণ্য আইটেম বাড়ালে সেটি ও কার্ডধারীরা কিনতে পারবে ।
এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ জানান, সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসনের তত্বাবধানে টিসিবির মাধ্যমে ভৈরবে ১৬ হাজার ৫শ কার্ডধারীকে ১শ১০ দরে ২ কেজি সয়াবিন তেল,৫৫ টাকা দরে ২ কেজি চিনি ও ৬০ টাকা দরে ২ কেজি করে ডাল কিনতে পারবে । ডিলারদের মাধ্যমে শহরে ও ইউনিয়নে ট্রাকে করে এসব পণ্য সেল করা হবে । ১ম মাসে কার্ডধারীরা ২ বার এ সুবিধা ভোগ করবে ।পরবর্তীতে সরকারের পক্ষ থেকে অন্যান্য নিত্যপণ্য আইটেম বাড়ালে সেটি ও কার্ডধারীরা কিনতে পারবে ।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana