সারওয়ার জাহান :
কটিয়াদী উপজেলার বানিয়াগ্রাম বাজারে সতর্কীকরণ বার্তা অব্যবহার ও নকল ব্যান্ডরোল ব্যবহার করে তামাকজাত দ্রব্য বিক্রয় করার অপরাধে তিন ব্যবসায়ীকে জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। ১৪ মার্চ ২০২২ সোমবার দুপুরে কটিয়াদী উপজেলার সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইব্রাহিম এ ভ্রাম্যমান আদালত টি পরিচালনা করেন।
বানিয়াগ্রাম বাজারের ব্যবসায়ী জাকির হোসেনকে ২০ হাজার, আঃআলীম কে ১০ হাজার ও মোঃরফিক কে ১০ হাজার টাকা নগদ অর্থদণ্ড করেন।
এ সময় বানিয়াগ্রাম বাজারে মোবাইল কোর্টে জাকির হোসেনের দোকান থেকে ৭,৫০০ নিউ স্বাধীন ও রাজ্জাক বিড়ি জব্দ করেন।
এ সময় তার সংগে ছিলেন কটিয়াদী স্বাস্হ্য বিভাগের স্যানিটারী ইন্সপেকটর মোঃ সজিম উদ্দিন ও সহকারী ইন্সপেক্টর মোঃ মনির হোসেন, তামাক নিয়ন্ত্রণ সংগঠন কাইডস প্রতিনিধি মোঃ তাজুল ইসলাম রিপন, সাংবাদিক এম এ আকবর খন্দকার, সংযোগ সবসময় পএিকার সম্পাদক শাহ মোঃ সারওয়ার জাহান, বাজার কমিটির সাধারণ মোবাইল কোর্ট সম্পাদক সহ থানা পুলিশের ফোর্স নারী ও পূরুষ সদস্য গণ উপস্থিত ছিলেন।