সোমবার, ০৫ Jun ২০২৩, ০৫:০১ অপরাহ্ন

রাশিয়ার বিরুদ্ধে ফসফরাস বোমা ব্যবহারের অভিযোগ

রাশিয়ার বিরুদ্ধে ফসফরাস বোমা ব্যবহারের অভিযোগ

একুশে ডেস্ক:

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বিচ্ছিন্ন লুহানস্ক অঞ্চলে রুশ বাহিনী নিষিদ্ধ ফসফরাস বোমা ব্যবহার করেছে। এমনই অভিযোগ করেছেন ইউক্রেনের এক সিনিয়র পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, লুহানস্ক অঞ্চলের পপসনারে রাতজুড়ে হামলায় রুশ বাহিনী ফসফরাস বোমা ব্যবহার করেছে। তবে রয়টার্সের পক্ষ থেকে এই অভিযোগের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

ইউক্রেনের লিউডমিলা ডেনিসসোভা নামে ওই ন্যায়পাল রুশ বাহিনী ফসফরাস বোমা ব্যবহার করেছে-এমন একটি ছবি শেয়ার করেছেন। তবে ইউক্রেনের কাছে এর শক্ত প্রমাণ আছে-এ দাবি করেননি।

লিউডমিলা ডেনিসসোভা অনলাইনে এক বিবৃতিতে বলেন, ‘রোম কনভেনশন মতে একটি বেসামরিক শহরে এমন অস্ত্র দিয়ে রুশ বাহিনীর বোমা হামলা-একটি যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধ।’

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana