বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৯:৩৬ অপরাহ্ন

বিএম কলেজছাত্রীকে হত্যার প্রতিবাদে বরিশালে মানববন্ধন

বিএম কলেজছাত্রীকে হত্যার প্রতিবাদে বরিশালে মানববন্ধন

একুশে ডেস্ক:

বরিশাল ব্রজমোহন কলেজের গণিত বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী শাশ্বতী রায় চৈতি হত্যাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তারা চৈতির মৃত্যুর সঠিক তদন্ত, আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়, প্রশাসনকে চৈতির অস্বাভাবিক মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে হবে। এ সময় শিক্ষার্থীরা অস্বাভাবিক এ মৃত্যুর সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

ভোলার চরফ্যাশন পৌরসভার ৪নং ওয়ার্ড কলেজপাড়া এলাকায় ৫ মার্চ রাতে শ্বশুরবাড়ির নিজ কক্ষ থেকে গৃহবধূ শাশ্বতী রায় চৈতির ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরে চৈতির বাবা বাদী হয়ে মেয়ের শ্বশুর, শাশুড়ি ও জামাইয়ের বিরুদ্ধে চরফ্যাশন থানায় মামলা করেন।

মামলায় শ্বশুর সমীর মজুমদার ও স্বামী শাওন মজুমদার গ্রেফতার হলেও শাশুড়ি নিয়তি রানী এখনও পলাতক রয়েছেন। চৈতিকে নির্যাতনের পর হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয় বলে মানববন্ধনে দাবি করেন বক্তার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana