শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৫:৫৬ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে সরকারী চাকুরীজীবী কল্যাণ ফোরামের নতুন কমিটি

কিশোরগঞ্জে সরকারী চাকুরীজীবী কল্যাণ ফোরামের নতুন কমিটি

 কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের সরকারী চাকুরীজীবী কল্যাণ ফোরামের ৭ম বার্ষিক সাধারণ সভা ও পুনমিলনী ২০২২ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিন ব্যাপী জেলা সদরের  কদমতলায় অবস্থিত নেহাল গ্রীন পার্কে অনুষ্ঠিত বার্ষিক সভায় ২০২২-২০২৪ সালের জন্য নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। ‘সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের চেয়ারম্যান ও সাবেক প্রশাসনিক কর্মকর্তা আবুল হোসেন ভূইয়া। আলোচক ছিলেন জেল সুপার বজলুর রশিদ জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিলকিছ বেগম,আ.স.ম গোলাম রব্বানী, জেলা অবসরপ্রাপ্ত  হিসাব রক্ষন কমকর্তা ইকবাল আহমেদ । স্বাগত বক্তব্য রাখেন ফোরামের প্রধান উপদেষ্টা ও অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অ্যড.মোঃ নিজাম উদ্দিন। সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন ফোরামের ব্যবস্থাপনা পরিচালক সারোয়ার আহম্মদ খান। সাধারন আলোচনায় অংশ নেন, সিনিয়র নার্স এমএ হালিম তালুকদার , সাবেক প্রশাসনিক কর্মকর্তা অসীম কুমার চক্রবর্তী, জজকোর্ট এর নাজির সাইফুল ইসলাম, শিক্ষক এম এ কাইয়ুম,  তৌহিদুল ইসলাম প্রমুখ। বার্ষিক সভায় সর্বসম্মতিক্রমে ২০২২-২০২৪ সালের জন্য ১১ সদস্য বিশিষ্ট নতুন উপদেষ্টা ও ২১ সদস্য বিশিষ্ট পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। এতে বিআরডিবির সাবেক পরিচালক মুক্তিযোদ্ধা মোঃ নিজাম উদ্দিনকে প্রধান উপদেষ্টা করে ১১ সদস্যোর উপদেষ্টা পর্ষদ গঠন করা হয়েছে। সাবেক প্রশাসনিক কর্মকর্তা আবুল হোসেন ভূইয়া চেয়ারম্যান ও জেলা সরকারী কালেক্টেরেটের লাইব্রেরিয়ান সারোয়ার আহম্মদ খান ব্যবস্থাপনা পরিচালক নির্বাচিত হয়েছেন।
পরে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কবিতা আবত্তি করেন আমিনুল হক সাদী, সাইদুর রহমান,সংগীত পরিবেশন করেন শিল্পী বাবুল ভুইয়া,নেহাল পাকের সত্তাধিকারী ওসমান গণি প্রমুখ। এছাড়া বিনোদন খেলাধুলা কুইজ র‌্যাফেল ড্্র ও পুরস্কার বিতরণ করা হয়।  এসময় চাকুরী জীবীদের মিলনমেলায় ফোরামের সদস্যগণ ছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকগণ  উপস্থিত ছিলেন।
Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana