সোমবার, ২৭ মার্চ ২০২৩, ১২:২৬ অপরাহ্ন
কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জ জেলার ইটনা, পাকুন্দিয়া, কটিয়াদী, কুলিয়ারচর উপজেলার ২০টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রসাশনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।
নব-নির্বাচিত চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বলেন, ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিরা হচ্ছেন উন্নয়নের প্রথম ধাপের কর্মকর্তা। তারা সক্রিয় হলে জনগণের শান্তি শৃংখলা বজায় থাকবে। বিশেষ করে গ্রাম আদালত, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ, টিসিবি পণ্য উপযুক্ত ব্যাক্তিদের পাইয়ে দেয়া অথবা রেজিষ্টার মেইনটেইন করে অন্যান্যদের মধ্যে বিতরণ করা। এছাড়াও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে নব-নির্বাচিত চেয়ারম্যান দের প্রতি আহ্বান জানান।
স্থানীয় সরকার এর উপ পরিচালক (উপ-সচিব) মোহাম্মদ হাবিবুর রহমান এর সভাপতিত্বে শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী, ইটনা উপজেলা নির্বাহী অফিসার নাফিছা আক্তার, পাকুন্দিয়া সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার ও জেলাপ্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।