শুক্রবার, ০৯ Jun ২০২৩, ০১:২৮ অপরাহ্ন
একুশে ডেস্ক:
স্বাস্থ্য অধিদপ্তরের অধীন ৩য় ও ৪র্থ শ্রেণির ২৫ জন কর্মচারীকে তিন মাসের মধ্যে নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক রিটের চূড়ান্ত শুনানি শেষে বুধবার বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল-ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।
আইনজীবী আরও বলেন, রিটের শুনানি শেষে হাইকোর্ট ২০২১ সালের ২১ সেপ্টেম্বর রুল জারি করেন।
নওগাঁ, নোয়াখালী, ফরিদপুর, বরিশাল, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহ জেলার রিট আবেদনকারীরা হলেন- রফিকুল ইসলাম, মোজাম্মেল হক সুমন, মোহাম্মদ বাহার, হারুনুর রশিদ, আমজাদ হোসেন, নুরুল ইসলাম, মামুনুর রশিদ, জাহাঙ্গির হোসেন, সুলতান আহমেদ এবং সুমন চন্দ্র ভৌমিকসহ ২৫ জন।