সোমবার, ০৫ Jun ২০২৩, ০৩:১১ অপরাহ্ন
বার্তা প্রধান :
কিশোরগঞ্জের কামরুজ্জামান কমরু। একজন বীর মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ৬ই মার্চ তিনিই কিশোরগঞ্জে প্রথম স্বাধীন বাংলার লাল সবুজের মাঝে হলুদ রঙে মানচিত্র আঁকা পতাকা উড়িয়েছিলেন। তাকে ঢাকা থেকে গোপনে পতাকার ডিজাইন এনে দিয়েছেন তৎকালীন ছাত্রনেতা ও সাবেক এমপি মরহুম আলমগীর হোসেন।
পাক হানাদারদের রক্তচক্ষু উপেক্ষা অসম সাহসী কামরুজ্জামান কমরু সেই ডিজাইনমত শহরের রথখলার মডার্ণ টেইলার্সের মালিক ময়না খলিফাকে দিয়ে সেই পতাকা তৈরী করান। সেই হিসেবে কিশোরগঞ্জের পতাকার ইতিহাসে ময়না খলিফাও যুক্ত হয়ে রইলেন।
পরে ময়না খলিফার হাতে তৈরী সেই পতাকা ১৯৭১ সালের ৬মার্চ সাহসী কমরু সুপারী গাছ বেয়ে শহরের কালীবাড়ি মোড়ের রঞ্জিত ঘোষের দোকানের ছাদে উত্তোলন করেছিলেন।
এসময় তার সাথে ছিলেন পান দোকানদার মকবুল হোসেন, মধু ঘোষ, তৎকালীন উল্কা রেস্টুরেন্টের কর্মচারী মি¯্রি মিয়া।
সেই সময় অসম সাহসী কামরুজ্জামান কমরুর সাথে যারা কিশোরগঞ্জে প্রথম স্বাধীন বাংলার পতাকা উত্তোলনের সহযোগীতা করেছিলেন তারা অমর হয়ে থাকবেন সেই পতাকার ইতিহাসে।