এম. এ হালিম, বার্তাসম্পাদক:
ভৈরবে বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের সেমিনার ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের আয়োজনে বিচারপতি জাহাঙ্গীর হোসেন বাদলের সভাপতিত্বে শহরের নাটাল ডাক বাংলোতে সেমিনারের আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উদ্ধোধন করেন ডাক ও টেলি যোগােযাগ মন্ত্রী মোস্তাফা জব্বার ।
এ সময় তিনি বলেন, আমাদের সংস্কৃতিকে এগিয়ে নিতে হবে। বিশেষ করে সুস্থ ধারার সংস্কৃতির জন্য সকলকে একসাথে কাজ করতে হবে। তাছাড়া বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিকে এগিয়ে নিতে হবে। সকাল থেকে দুপুর পর্যন্ত সাংস্কৃতিক ফোরামের আলোচনাসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সাবেব সচিব ও বিশিষ্ট সাহিত্যিক মোঃ আব্দুল মান্নান,সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব মোঃ জাকির হোসেন,বিশিষ্ট পরিবেশবিদ আবু নাসের খান। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ মোঃ সায়েদুর রহমান খান,জেলা প্রশাসক মোহাম্মদ শামিম আলম,অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ) , উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ,ভৈরব পৌরসভার মেয়র ইফতেখার হোসেন বেণু প্রমূখ।