স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জের বাজিতপুরে বিলে মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে কালা মিয়া (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হন দুইজন।
শুক্রবার (৪ মার্চ) বিকেলে উপজেলার কৈলাগ ইউনিয়নের কুকরারাই এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, কুকরারাই নয়াহাটি গ্রামের মতি মিয়ার ছেলে কালা মিয়া দুপুরের দিকে বাড়ির সামনে একটি বিরোধপূর্ণ বিলে মাছ ধরতে যান। এ সময় একই এলাকার মতি মেম্বারের ছেলে বাদল মিয়ার লোকজন বাধা দিলে দু’পক্ষের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
মতি মিয়া ও তার ছেলে আসাদুল হক (২৬) সহ আহত তিনজনকে উদ্ধার করে বাজিতপুর উপজেলা হাসপাতালে নেওয়া হলে ডাক্তার কালা মিয়াকে মৃত ঘোষনা করেন।
এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজন আবারও মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
বাজিতপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।