রবিবার, ২৬ মার্চ ২০২৩, ১০:৫৪ পূর্বাহ্ন
একাত্তরের ৪ঠা মার্চ ঢাকা ছিল মিছিলের শহর। গণপরিষদের অধিবেশন স্থগিত করার প্রতিবাদে বঙ্গবন্ধুর ডাকে ঢাকা সহ সারাদেশে সর্বাত্মক হরতাল পালিত হয়। শুধু তাই নয়, ইয়াহিয়া খানের সামরিক সরকারের পতন এবং নির্বাচিত গণপরিষদ প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবিতে ঐ দিন ঢাকা শহর ছিল মিছিলের নগরী। আর বিক্ষুব্ধ জনতার মুখে একটি শ্লোগানই ছিল- পদ্মা-মেঘনা- যমুনা- তোমার আমার ঠিকানা। আর অবদমিত মুক্তিকামী বাঙালিদের সাথে যোগ দিয়েছিল শিল্পাচার্য জয়নাল আবেদীন ও পল্লীকবি জসিম উদ্দীনের মতো মহতি ব্যক্তিবর্গ।
শাফায়েত জামিল রাজীব
প্রধান সম্পাদক, একুশে টাইমস্