সোমবার, ০৫ Jun ২০২৩, ০৩:২১ অপরাহ্ন
একুশে ডেস্ক:
ইউক্রেনে রাশিয়ার হামলা চলছে। ইতোমধ্যে বেশ কয়েকটি শহর দখল করে নিয়েছেন রুশ সেনারা। আরও কয়েকটি শহর নিয়ন্ত্রণে নেওয়ার অপেক্ষায়। ৮ম দিনেও হামলা চলমান।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপদেষ্টারা ইউক্রেনে হামলার পক্ষে। তারা কিয়েভে সামরিক অভিযান অব্যাহত রাখতে পুতিনকে পরামর্শ দিচ্ছেন।
রাশিয়ার সামরিক বাহিনীর প্রধান ইউক্রেনে হামলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার পুতিনের ওপর চাপিয়ে দেন। কিন্তু পুতিন নিরাপত্তা উপদেষ্টাদের ওপরই নির্ভর করেন।
এদিকে জাতিসংঘ জানিয়েছে, রুশ হামলায় ১০ লাখ ইউক্রেনীয় দেশ ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। আর হামলায় ইউক্রেনের ২২৭ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন।