রবিবার, ২৬ মার্চ ২০২৩, ১১:২০ পূর্বাহ্ন
সম্রাট নেপোলিয়ান বলেছিলেন- “তোমারা আমাকে ভাল মা দাও; আমি তোমাদের ভাল জতি উপহার দেব।” আবার ভারত বর্ষের স্বাধীনতাকামী বিপ্লবী নেতা সুভাষবসু বলেছিলেন- “তোমরা আমাকে রক্ত দাও: আমি তোমাদের স্বাধীনতার দেব।” ঠিক একাত্তরের মার্চ ডাক দিয়েছিল-আমাদের স্বাধীনতা ও মহান মুক্তিযুদ্ধের। তাই বলা হয়, মার্চ নিয়েছে রক্ত: দিয়েছে স্বাধীনতা।
শাফায়েত জামিল রাজীব
প্রধান সম্পাদক, একুশে টাইমস্