শুক্রবার, ০৯ Jun ২০২৩, ০২:১৫ অপরাহ্ন
কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকালে জেলা সদরের কার্যালয়ে খতমে কোরআন, আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করে। এতে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন ইফার জেলা কার্যালয়ের অফিস সহকারী মাও. জয়নাল আবেদীন, সদরের মডেল কেয়াটেকার হাফেজ মাও. মাসুম বিল্লাহ, মাও. মাহতাব উদ্দিন, সদর উপজেলা মডেল মসজিদের ইমাম মাও.আ.মতিন, যুব উন্নয়ন পরিষদ কিশোরগঞ্জ এর সভাপতি মোঃ আমিনুল হক সাদী, ইফার শিক্ষক মাও. কামরুল ইসলাম, মাও. মঈন উদ্দিন, মাও. কাজী মোস্তফা, মাও শফিকুল ইসলাম শাহজাহান প্রমুখ। পরে দেশ ও জাতি এবং ভাষা শহীদদের স্মরণে বিশেষ দোয়া করা হয়। এ সময় ইফার শিক্ষকবৃন্দ, মসজিদের ইমাম ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।