মঙ্গলবার, ০৫ Jul ২০২২, ১০:০৭ অপরাহ্ন
এম.এ হালিম, বার্তাসম্পাদক ॥
ভৈরবে বি আই ডব্লিউ টি এর বিরুদ্ধে নদী তীরবর্তী ভ’মির মালিকদের হয়রানীর প্রতিবাদে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে ।ভৈরব দুর্জয় মোড়ে ভুমির মালিক ও ব্যবসায়ীদের উদ্যোগে ভুমি মালিকদের হয়রানী বন্ধে ৭ দফা দাবীতে নদী তীরবর্তী ভুমির মালিক ও ব্যবসায়ীরা আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করে। মানব বন্ধনে বক্তারা বলেন,মালিকানাধিন ভুমিতে খুটি পিলার বসিয়ে একক ভাবে নকশা তৈরি করে বি আই ডব্লিউটি হয়রানী করছে ।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র ইফতেখার হোসেন বেনু। এছাড়াও বক্তব্য রাখেন,জ্বালানী তেল পরিবেশক ব্যবসায়ী নেতা হাজী মোশারফ হোসেন,মৎস আড়তদার ব্যবসায়ী মালিক সমিতির সাধারন সম্পাদক মোবারক হোসেন মোবা,উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা আফজাল হোসেন জামাল প্রমূখ ।
মানববন্ধনে বক্তারা আরো বলেন,জোড় পুর্বক বি আই ডব্লিউ টি এ কর্তৃক অবস্থানকারীকে তার সত্ব প্রমানের সুযোগ না দিয়ে সি এস আর ও আর বি এস এর মালিকাধনাধীন ভুমিতে খুটি পিলার বসিয়ে জোড় পুর্বক বি আই ডব্লিউ টি এর অধিভুক্ত করায় মানবন্ধন করেন ভুমির মালিক ও ব্যবসায়ীরা।