রবিবার, ২৮ মে ২০২৩, ০৯:১২ অপরাহ্ন
আগুন আমিন, পাকুন্দিয়া:
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বেপরোয়া চুরি, ডাকাতি, ছিনতাইসহ সামাজিক অবক্ষয় প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের জামালপুর ঈদগাহ মাঠে এ প্রতিরোধ সভা অনুষ্ঠিত হয়। আ. লীগ নেতা এনামুল হাসান রাজিব’র সঞ্চালনায় এবং পাকুন্দিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাহিদ হাসান সুমন’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আল আমিন হোসাইন। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন পাকুন্দিয়া থানার এস. আই. আশরাফুল্লাহ, এগারসিন্দুর ঈসাখাঁ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তাজুল ইসলাম, আওয়ামীলীগ নেতা মো. জাহাঙ্গীর আলম, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মোহসিন মিয়া প্রমুখ। এ ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, সামাজিক অবক্ষয় রোধে সবাইকে সচেতন থেকে পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিরোধ গড়ে তুলতে হবে। উল্লেখ্য, এগারসিন্দুর ইউনিয়নের বিভিন্ন স্থানে চুরি, ছিনতাই ও ডাকাতি বেড়ে যাওয়ায় এলাকায় আতংক বিরাজ করছে।