সোমবার, ০৫ Jun ২০২৩, ০৩:৫৯ পূর্বাহ্ন

‘চাদর-বালিশের কাভার কিনতে আইজিপির জার্মানি যাওয়ার কোনো অবকাশ নেই’

‘চাদর-বালিশের কাভার কিনতে আইজিপির জার্মানি যাওয়ার কোনো অবকাশ নেই’

একুশে ডেস্ক:

সামাজিক যোগাযোগ ও গণমাধ্যমে পুলিশের চাদর ও বালিশের কাভার কেনা বিষয়ে প্রকাশিত সংবাদ নিয়ে বিবৃতি দিয়েছে পুলিশ সদর দপ্তর। বিবৃতিতে নিজেদের অবস্থানের কথা জানিয়েছে তারা।

বিবৃতিতে বলা হয়, ‘সংগত কারণে আইজিপি চাদর, বালিশের কাভার কিনতে জার্মানি যাওয়ার কোনো অবকাশ নেই। তা ছাড়া গণক্রয় আইন অনুযায়ী সরকারি কোনো কর্মকর্তা ব্যক্তিগত সামগ্রীর মতো কোনো মার্কেট বা দেশ সফরে গিয়ে কোনো প্রকার সরকারি পণ্য ক্রয় কিংবা সংগ্রহ করতে পারেন না। এ ক্ষেত্রে নির্ধারিত সরকারি ক্রয় প্রক্রিয়া রয়েছে।’

এতে বলা হয়, ‘বাংলাদেশ পুলিশ সব সময় স্থানীয় দরপত্রের মাধ্যমে স্থানীয় প্রস্তুতকারীদের প্রস্তুতকৃত বিছানা চাদর, বালিশের কাভার ক্রয় করে থাকে। চলতি বছরও অনুরূপভাবে বাংলাদেশ পুলিশ স্থানীয়ভাবে দরপত্রের মাধ্যমে বাংলাদেশে প্রস্তুতকৃত বিছানা চাদর, বালিশের কাভার সংগ্রহের ব্যবস্থা গ্রহণ করেছে।’

বিবৃতিতে পুলিশ সদর দপ্তর আরও বলেছে, প্রাথমিকভাবে এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক একটি সরকারি আদেশে অনবধানতাবশত সৃষ্ট ভাষাগত বিভ্রাট প্রসূত তথ্যগত বিভ্রান্তির কারণে সোশ্যাল মিডিয়াতে একটি অপপ্রচারকারী চক্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটি গুজব আকারে ছড়িয়ে পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টা করেছে। এই বিবৃতির পর এ সংক্রান্ত সব বিভ্রান্তির নিরসন হবে বলে প্রত্যাশা করে পুলিশ সদর দপ্তর।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana