রবিবার, ২৬ মার্চ ২০২৩, ১২:৪৯ অপরাহ্ন
মনিরুজ্জামান মনির, নিজস্ব প্রতিবেদক:
দেশের সর্ববৃহৎ ফিল্ম ইন্ডাস্ট্রির চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ’২০২২ নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। নতুন নতুন সিদ্ধান্ত অবাক করেছে শিল্পী, কলাকৌশলী সহ সিনেমা প্রেমিক ভক্তদের। সবাই অবাক বিস্ময় তাকিয়ে আছে, আগামীতে কারা সমিতির হাল ধরবেন! বিগত ২৮ জানুয়ারির নির্বাচনে নির্বাচিত হিসেবে ঘোষণা করা হয়- খ্যাতনামা চলচ্চিত্র নায়ক ইলিয়াস কঞ্চন সভাপতি আর সাধারণ সম্পাদক পদে নায়ক জায়েদ খানের নাম। কিন্তু এ নিয়ে ছিলো চাপা ক্ষোভ ও গুঞ্জন। অত:পর জায়েদ খানের বিপরীতে নির্বাচনে অংশগ্রহণ করা ও ভোটে সবচেয়ে নিকটবর্তী প্রার্থী আরেক অভিনয় শিল্পী নিপুন আক্তারের অভিযোগ ছিল- জায়েদ খান না কি টাকা দিয়ে ভোট কিনেছেন। এবং প্রমাণ সহ নিপুন আক্তার যখন আদালতের দারস্থ হলেন, তখন আদালতের রায়ে জায়েদ খানের পদটি বাতিল হয়ে যায়। তদুপরি ৬ ফেব্রুয়ারী আইন সম্মতভাবে সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক পদে নিপুন আক্তার শপথ গ্রহণ করে। কিন্তু স্বৈরাচারি মনোভাব নিয়ে জায়েদ খান গত ৭ই ফেব্রুয়ারি পুনরায় হাইকোর্টে রিট করলেন নিপুনের বিরুদ্ধে এবং আইনের ফাক-ফোঁকর ব্যবহার করে শেষ পর্যন্ত নিপুন আক্তারের সাধারণ সম্পাদকের পদটিকে স্থগিত ঘোষণা করালেন। এবার দেখা যাক, আইন কি তার নিজস্ব গতিতে চলে, না কি নিরবে নিভৃতে কাঁদে!