শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০১:১৫ পূর্বাহ্ন
দর্পন ঘোষ (কটিয়াদী কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদীতে চরকাউনিয়া ভলিবল স্পোর্টিং ক্লাবের আয়োজনে ফ্রি ফ্রিজ ও টেলিভিশন ভলিবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় চরপুক্ষিয়ার ধুমকেতু ভলিবল দল নরসিংদী জেলার বড়চাপা ভলিবল দলকে ৯৬-৫৮ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার বিকালে উপজেলার লোহাজুরী ইউনিয়নের চরকাউনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় সভাপতিত্ব করেন লোহাজুরী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নূরুল ইসলাম বিএসসি। খেলাটি উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এনামুল হক সোহাগ। খেলায় বিশেষ অতিথি ছিলেন কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর, কটিয়াদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম শিকদার, জালালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালেক সরকার রাজু, কটিয়াদী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান, সহ-সভাপতি মো. এ কে এম ফখরুল আলম, লোহাজুরী ইউপি সদস্য মো. আব্দুল খালেক, লোহাজুরী ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মনির হোসেন সজল, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আফ্রাদ প্রমুখ। খেলাটি পরিচালনা করেন কটিয়াদী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন সাধু, সহযোগীতা ছিলেন সাবেক ইউপি সদস্য আব্দুল ওয়াদুদ বাবুল, চরকাউনিয়া ভলিবল স্পোটিং ক্লাবের সভাপতি শরীফ আকন্দ ও সাধারণ সম্পাদক রাজীব আফ্রাদ, সালাহ উদ্দিন, মুকুল সওদাগর ও রাসেল আহমেদ।