শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০১:১৩ পূর্বাহ্ন
একুশে ডেস্ক:
দুই পরিবারের সম্মতিতেই বিয়ে ঠিক হয়েছিল তাদের। বিয়ের প্রস্তুতিও ঠিকমতোই চলছিল। কিন্তু বিয়ের আগে ফোনে হবু স্ত্রীকে ডেকে নিয়ে খুন করেন হবু বর। গালফ নিউজ শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
তদন্তে পুলিশ জানতে পারে, আহমেদ নামে ওই তরুণের অন্য মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু বাবা-মায়ের পীড়াপীড়িতে ওই তরুণীকে বিয়ে করতে রাজি হন তিনি। তবে বিয়ের দিন যত এগিয়ে আসছিল, ততই অস্থির হয়ে উঠছিলেন আহমেদ। এক সময় এই বিয়ের হাত থেকে বাঁচার উপায় হিসেবে হবু বউকে খুন করার সিদ্ধান্ত নেন তিনি।
পুলিশ জানায়, এরপর ফোন করে ওই তরুণীকে ডেকে নিয়ে খুন করে আহমেদ। এরপর লাশ ওই জমিতে ফেলে ওই তরুণীর ফোন সঙ্গে করে নিয়ে পালিয়ে যান।
পুলিশ আহমেদের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত হত্যার অভিযোগ আনে।
কায়রোর উত্তরে কালিউবিয়ার প্রাদেশিক গভর্নরেটের একটি ফৌজদারি আদালত আহমেদের মৃত্যুদণ্ডের রায় দেন। মিশরের মৃত্যুদণ্ড সংশ্লিষ্ট মামলার নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে ওই রায় মিশরের শীর্ষ ইসলামিক কর্তৃপক্ষ প্রজাতন্ত্রের মুফতির কাছে পাঠানো হবে বলে জানিয়ে আদালত। আগামী ৬ মার্চ চূড়ান্ত রায়ের দিন ধার্য করা হয়েছে।