সোমবার, ০৫ Jun ২০২৩, ০৩:২৫ পূর্বাহ্ন

টিকা নিয়ে বাড়ি ফেরা হলোনা স্কুলছাত্রী উর্মির

টিকা নিয়ে বাড়ি ফেরা হলোনা স্কুলছাত্রী উর্মির

স্টাফ রিপোর্টার:
করোনা ভাইরাস (কোভিড-১৯) এর টিকা নিয়ে বাড়ি ফেরা হলোনা স্কুলছাত্রীর উর্মির। সড়কে ট্রাক্টরের চাপায় নিহত হয় সে। বৃহস্পতিবার করিমগঞ্জ পৌর মডেল কলেজের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত উর্মি আক্তার (১৬) কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার সুতারপারা গ্রামের রতন মিয়ার মেয়ে ও নিয়ামতপুর স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী।

নিয়ামতপুর স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মাসুদ রানা সোহাগ জানান, রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিকেল কলেজ থেকে করোনার টিকা নিয়ে অটোরিকশাযোগে বাড়ি ফিরছিল উর্মি। করিমগঞ্জ পৌর মডেল কলেজের সামনে এসে পৌঁছালে সামনে থেকে একটি ট্রাক্টর চাপা দেয় অটোরিক্সাটিকে। এতে আরো আটজন ছাত্রী ছিল। অন্য কেউ গুরুতর আহত না হলেও অটোরিকশার উল্টো সিটে বসা উর্মি পড়ে যায় ট্রাক্টরের চাকার নিচে। এতে ঘটনা স্থলেই মারা যায় সে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। করিমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ট্রাক্টরটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। ঘাতক চালককে গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana