শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১০:২৪ পূর্বাহ্ন

হিমালয় পর্বতে তুষারধসে ৭ ভারতীয় সেনার মৃত্যু

হিমালয় পর্বতে তুষারধসে ৭ ভারতীয় সেনার মৃত্যু

একুশে ডেস্ক:
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় অরুণাচল রাজ্যের হিমালয় পর্বতে তুষারধসে সাত ভারতীয় সেনার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র আন্তর্জাতিক বার্তা সংস্থাকে বলেছেন, রোববার চীন সীমান্তের কাছে কামেং অঞ্চলে এ দুর্ঘটনা ঘটেছে।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উত্তর-পূর্বাঞ্চলীয় মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল হর্ষবর্ধন পান্ডে এক বিবৃতিতে বলেছেন, ‘তুষারধসের স্থান থেকে সাত সেনার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তল্লাশি ও উদ্ধার অভিযান এখন শেষ হয়েছে।’ ১৪ হাজার ৫০০ ফুট উচ্চতার কামেং অঞ্চলে গত কয়েকদিন ধরে ভারী তুষারপাত হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
গত কয়েক বছরে বৃহৎ প্রতিবেশী চীনের সঙ্গে ভারতের বেশ কয়েকটি সীমান্ত বিরোধের কারণে দুই প্রতিবেশীর সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপর থেকে হিমালয়ের পূর্বাংশের অরুণাচল প্রদেশে সেনাটহল বৃদ্ধি করেছে ভারত, পাশাপাশি রাস্তা ও টানেল তৈরি করছে। অরুণাচলের সঙ্গে চীন শাসিত তিব্বতের সীমান্ত আছে।
Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana