শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৯:৪৮ পূর্বাহ্ন

কিশোরগঞ্জের সাবেক এমপি’র মরণোত্তর সম্মাননা ও কর্ণার স্থাপন

কিশোরগঞ্জের সাবেক এমপি’র মরণোত্তর সম্মাননা ও কর্ণার স্থাপন

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের জনপ্রিয় জননেতা সাবেক এমপি প্রয়াত আলমগীর হোসেনকে মরণোত্তর সম্মাননা ও তার নামে কর্ণার এবং সুযোগ্য সন্তান আলমগীর সিটির ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি মোঃ শফিকুল আলম শিপলুকে শুভেচ্ছা স্মারক প্রদান করেছে মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগার। বুধবার বিকেলে জেলা সদরের মহিনন্দ ইউনিয়নের গোয়ালাপাড়াস্থ নীলগঞ্জ রোডে অবস্থিত পাঠাগারে এ সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলমগীর সিটির ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি মোঃ শফিকুল আলম শিপলু। বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক সভাপতি জেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক মোঃ সাদেকুর রহমান সাদেক,সুরাটী সিনিয়র ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মাও.আ.কদ্দুছ, জাহাঙ্গীরপুর আলিম মাদরাসার প্রভাষক মোহাম্মদ আবুল হাসেম, কিশোরগঞ্জ আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ আবু বকর ছিদ্দিক। পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ আমিনুল হক সাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহিনন্দ ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ইউপি সদস্য মোঃ কামাল উদ্দিন, মহিনন্দ নয়াপাড়া জামে মসজিদের ইমাম মাও.শফিকুল ইসলাম শাহজাহান,মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগারের স্থান দাতা মোঃ নুরুল হক, ,সহ সাধারণ সম্পাদক শিল্পী নিরব রিপন, কোষাধ্যক্ষ মোঃ তোফাজ্জল হোসেন মানিক, সদস্য মোঃ হেলাল উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ কিশোরগঞ্জের জনপ্রিয় জননেতা সাবেক এমপি প্রয়াত আলমগীর হোসেনের স্মৃতি কর্ণার উদ্বোধন করেন। পরে প্রয়াত জননেতা আলমগীর হোসেন ও প্রয়াত রাজনীতিবিদ ম্যাজিস্ট্রেট নাসির উদ্দিন শাহজাহান স্মরণে বিশেষ দোয়া করা হয়। এ সময় মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগারের দায়িত্বশীলগণসহ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana