শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৩:৪৯ পূর্বাহ্ন

কিশোরগঞ্জের ইটনায় ইউপি চেয়ারম্যান পদে বিজয়ী হলেন যারা

কিশোরগঞ্জের ইটনায় ইউপি চেয়ারম্যান পদে বিজয়ী হলেন যারা

স্টাফ রিপোর্টার:

দলীয় প্রতীক ছাড়া সপ্তম ধাপে অনুষ্ঠিত কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনার ৯টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটাররা উৎসব মূখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরে খুশী। ভোট গ্রহণ শেষে বেসরকারীভাবে ঘোষিত ফলাফলে নির্বাচিত ৯ ইউপি চেয়ারম্যান।
সোমবার, ৭ ফেব্রুয়ারি সপ্তম ধাপে ইটনা উপজেলার ৯ ইউনিয়নে ভোট সম্পন্ন হয়।
ইটনা সদর ইউনিয়নে ৫ হাজার ১১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন চশমা প্রতীকে সোহাগ মিয়া। ৪ হাজার ৮৫ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন অটোরিকসা প্রতীকে ওমর ফারুক।
এলংজুরি ইউনিয়নে ২ হাজার ৩০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোটরসাইকেল প্রতীকে রুবেল মিয়া। ১ হাজার ৮২২ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন দুটি পাতা প্রতীকে আবদুল হাই।
চৌগাংগা ইউনিয়নে ২ হাজার ৭১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ঢোল প্রতীকে ছাইফুল ইসলাম। ১ হাজার ৮৮২ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন চশমা প্রতীকে তোফায়েল আহমেদ।
মৃগা ইউনিয়নে ৪ হাজার ৩৮৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ঘোড়া প্রতীকে দারুল ইসলাম। ৩ হাজার ২৩৩ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন আনারস প্রতীকে আবদুল করিম।
জয়সিদ্ধি ইউনিয়নে ৪ হাজার ৩১৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন চশমা প্রতীকে মনির উদ্দিন। ৩ হাজার ৮৫৬ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন আনারস প্রতীকে নূরু মিয়া।
বাদলা ইউনিয়নে ৪ হাজার ৪৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আনারস প্রতীকে আদিলুজ্জামান ভূইয়া। ৩ হাজার ৭৭৮ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন চশমা প্রতীকে আবদুল মান্নান।
বড়িবাড়ি ইউনিয়নে ১ হাজার ৬৯৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আনারস প্রতীকে আবদুস ছাত্তার। ১ হাজার ৬০১ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন অটোরিকসা প্রতীকে রিপন চন্দ্র বর্মণ।
ধনপুর ইউনিয়নে ৩ হাজার ৯৭৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ঘোড়া প্রতীকে প্রদীপ কুমার দাস। ৩ হাজার ৭৬৯ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন আনারস প্রতীকে  হরনাথ দাস।
রায়টুটি ইউনিয়নে ৫ হাজার ৭০১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ঘোড়া প্রতীকে মোহাম্মদ এনামুল হক খান মিল্কী। ৪ হাজার ১৭৩ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন আনারস প্রতীকে মনোয়ার হোসেন  মিল্কী।
এ নির্বাচনে ইটনা উপজেলার নয়টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৬ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৯৪ জন ও সাধারণ সদস্য পদে ২৭০ প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana