সোমবার, ০৫ Jun ২০২৩, ০২:৪৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জে বাংলা ইশারা ভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে শিশু পরিবার বালিকাতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নুরুজ্জামান। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ কামরুজ্জামান খানের সভাপতিত্বে দিসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন, বিআরডিবির সাবেক পরিচালক বীরমুক্তিযোদ্ধা মোঃ নিজাম উদ্দিন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শহীদুল্লাহ, রেজিষ্ট্রেশন অফিসার হারুন অর রশিদ, সদর উপজেলার সমাজসেবা অফিসার হুমায়ন আহমেদ কবীর ভূঞা, সমাজসেবা অফিসার সালমা খানম, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মিঠুন চক্রবর্তী, কনাসালটেন্ট দ্বীন ইসলাম, প্রবেশন অফিসার মো: মহসিন, এড মায়া ভৌমিক, সাবেক সমাজ কর্মী কামরুজ্জামান কামরুল, নূর অটিজম প্রতিবন্ধী স্কুলের শিক্ষক মোঃ জোবায়ের হোসেন প্রমুখ।
সভায় বক্তারা ইশারাভাষী জনগোষ্ঠীর অধিকার আদায়ে ‘বাংলা ইশারা ভাষা ইনস্টিটিউট’ স্থাপনের জন্য সরকারের কাছে দাবি জানান। এ সময় সমাজসেবা অধিদপ্তর, প্রতিবন্ধী বিষয়ক কার্যালয়ের কর্মকর্তাগণ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিগণ, জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্বেচ্ছাসেবী সংস্থা মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদ ও যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা মোঃ আমিনুল হক সাদী বলেন, শ্রবণ ও বাক প্রতিবন্ধী মানুষদের স্বতন্ত্র এবং বৈচিত্র্যপূর্ণ জীবন অভিজ্ঞতায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলা ইশারা ভাষা। প্রতিবন্ধিতার কারণে এই ভাষা ছাড়া অন্য কোন ভাষায় তাদের যোগাযোগের কোন সুযোগ নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালে পহেলা ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনকালে বাংলা ইশারা ভাষাকে অন্যতম ভাষা হিসেবে স্বীকৃতি ঘোষণা দেন। এরপর থেকেই প্রতিবছর ৭ ফেব্রুয়ারি দিবসটি পালিত হয়ে আসছে। সময়ের পরিক্রমায় বাংলা ইশারা ভাষা ইনস্টিটিউট স্থাপন আজ সময়ের দাবি।