শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:৩৯ পূর্বাহ্ন

মিঠামইনে ৮কেজি গাঁজাসহ আটক-২

মিঠামইনে ৮কেজি গাঁজাসহ আটক-২

স্টাফ রিপোর্টার:

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার নতুন বেরিবাধ এলাকা থেকে ২মাদক ব্যবসায়ীকে ৮কেজি গাঁজাসহ আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
রবিবার (৬ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে তাদেরকে আটক করে। আটককৃতরা হলো হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার মৃত রফিকুল ইসলামের পুত্র মাদক ব্যবসায়ী মো: সানোয়ার হোসেন (৩৮) ও দুলাল মিয়ার পুত্র মো: রহিম (৩২)।
জানাযায়, মো: সানোয়ার হোসেন ও মো: রহিম কিশোরগঞ্জসহ আশেপাশের জেলাগুলোতে গাঁজা পাইকারি ও খুচরা বিক্রয় করে আসছিল। উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য তাদের উপর র‌্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়। এরই পরিপ্রেক্ষিতে রবিবার বেলা আড়াইটার দিকে কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার নতুন বেরিবাধ এলাকা থেকে তাদেরকে আটক করে।
কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে: কমান্ডার এম শোভন খান (বি.এন) জানান, তারা দীর্ঘদিন মাদক ব্যবসা করে আসছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। র‌্যাব আরো জানায় মাদকের মতো সামাজিক ব্যধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।
উক্ত আসামীর বিরুদ্ধে জেলার মিঠামইন থানায় মামলা করে কিশোরগঞ্জ কোর্টে প্রেরণ করেছে।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana