বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৭:৩১ পূর্বাহ্ন

ফেব্রুয়ারি মানেই অগ্নিঝরা, রক্তঝরা এক মাসের নাম

ফেব্রুয়ারি মানেই অগ্নিঝরা, রক্তঝরা এক মাসের নাম

আজ ১লা ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি মাস পরলেই, বাঙালী জাতির স্মৃতির পটে ভেসে ওঠে বর্ণমালার সেই যুদ্ধের কথা, মুখে মুখে উচ্চারিত হয় “আ-মরি বাংলা ভাষা, বাংলা আমার মাতৃভাষা” শ্লোগানটি। বায়ান্নর ২১শে ফেব্রুয়ারির দিনটি ছিল এক মহান রক্তত্যাগ ও আত্মত্যাগের মাধ্যমে অর্জিত-এক সাংস্কৃতিক যুদ্ধে জয়লাভ করার দিন। ’৫২তে ফাল্গুনের এক প্রভাতে ফুটন্ত কৃষ্ণচুড়া, পলাশ, শিমুল লাল রক্তিমবর্ণে বাংলার আকাশ-বাতাসকে সাজিয়ে শোভিত করেছিল কিন্ত অন্যদিকে মায়ের ভাষার ইজ্জত রক্ষা করতে-বাংলা বর্ণমালাগুলোকে রক্ষা করতে- একটি সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে-রাজপথের পীচঢালা পথ বুকের তাজা রক্তে রঞ্জিত করেছিল সালাম, বরকত, রফিক, শফিক, জব্বারের মতো নাম জানা-অজানা জাতির বীর সন্তানেরা। আজ ফেব্রুয়ারীর এই প্রথম প্রহরে সেই সব ভাষা শহীদদের প্রতি জানাই বিন¤্র শ্রদ্ধা ও লাল সালাম। আর আজকের দিনের প্রত্যাশা-আমাদের বাঙালি সংস্কৃতি, ঐতিহ্য ও বাংলা ভাষা যেন কোন ভাবেই বি-জাতীয় অপসাংস্কৃতির কাছে হার না মানে।

শাফায়েত জামিল রাজীব
প্রধান সম্পাদক
একুশে টাইমস্ বিডিডটকম

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana