শুক্রবার, ০৯ Jun ২০২৩, ০১:৫২ অপরাহ্ন
বিনোদন ডেস্ক:
করোনায় আক্রান্ত হচ্ছেন একের পর এক বলিউড তারকা। এ বার করোনা আক্রান্ত হলেন কাজল। অভিনেত্রী নিজেই সেই খবর দিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইনস্টাগ্রামে মেয়ে নিশার ছবি পোস্ট করেছেন কাজল।
মেহেন্দি হাতে মেয়ের ছবির ক্যাপশনে কাজল জানিয়েছেন, নিজের ছবি পোস্ট করতে পারছেন না। জানান সে কারণও, সর্দি সামলাতে ভীষণ হিমশিম খাচ্ছেন, সে কারণেই নিজের ছবি দিচ্ছেন না। করোনা আক্রান্ত হওয়ায় আপাতত তিনি হোম কোয়ারেন্টিনে রয়েছেন। মেয়েকে ভীষণ মিস করছেন।
মেয়ে নিশা পড়াশোনা সূত্রে রয়েছেন সিঙ্গাপুরে। স্বামী অজয় দেবগণও করোনা আক্রান্ত কি না তা অবশ্য জানা যায়নি। ইনস্টাগ্রামে কাজলের পোস্টে মন্তব্য করেছেন তার ভক্ত-অনুরাগীরা। সবাই দ্রুত তার সু্স্থতা কামনা করেছেন। মন্তব্য করেছেন প্রিয়াঙ্কা চোপড়াও। তিনি লিখেছেন, ছবিতে নিশাকে অপরূপ সুন্দর লাগছে।