শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০১:৪৩ অপরাহ্ন

রিকশা ভাড়ার পর অতিরিক্ত যাত্রী নেওয়া যাবে?

রিকশা ভাড়ার পর অতিরিক্ত যাত্রী নেওয়া যাবে?

জিজ্ঞাসা : আমরা কখনও রিকশা বা সিএনজি নির্দিষ্ট গন্তব্যের জন্য ভাড়া করি। এরপর একাকী যাত্রা করে পথিমধ্যে পরিচিত কারও সঙ্গে দেখা হলে তাকে ডেকে নিই। এ ধরনের ক্ষেত্রে রেওয়াজ আছে যে, চালক কোনো আপত্তিও করে না এবং বাড়তি ভাড়াও দেওয়া হয় না। জানার বিষয় হলো, এভাবে পরবর্তী সময়ে কোনো আরোহী নেওয়া শরয়ী দৃষ্টিকোণ থেকে অনুমতি আছে কি না?
জবাব : রিকশা ভাড়া নেওয়ার সময় চালকের সঙ্গে যতজন আরোহীর চুক্তি হয় ততজনই তাতে আরোহণ করতে পারবে। পরে কাউকে নিতে চাইলে ভাড়ার সময় বলে নেওয়া উচিত। আগে অবগত করা ছাড়া একে তো চালকের সম্মতি নিতে হবে আর অতিরিক্ত আরোহীর কারণে কিছু ভাড়া বাড়িয়ে দেওয়া কর্তব্য হবে।
তবে কোনো এলাকায় যদি একজন ও দুজন আরোহীর বেলায় কোনো তারতম্য না করা হয় তা হলে চালকের অনুমতি নিয়ে পরবর্তী সময়ে একজনকে বিনা ভাড়ায় নিতে পারবে। সিএনজি বা অটোরিকশায় সাধারণত যতজন যাত্রী আরোহণ করা নিয়মসম্মত পরে সে সংখ্যক যাত্রী নেওয়ার সুযোগ রয়েছে। (শরহুল মাজাল্লা খালিদ আতাসী : ২/৪৯০, মাদ্দা : ৪২৭-৪২৮; আদ্দুররুল মুখতার : ৬/৩৪-৩৫; ফাতাওয়া হিন্দিয়া : ৪/৪৭২; ফাতাওয়া খানিয়া : ২/৩৪৫)
Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana