মঙ্গলবার, ১৭ মে ২০২২, ০৯:১৬ অপরাহ্ন
শাফায়েত জামিল রাজীব, প্রধান সম্পাদক :
IFIC ব্যাংক লিমিটেড, কিশোরগঞ্জ শাখা ব্যাংকিং সেবায় এক শুভ দিগন্তের আবির্ভাব ঘটিয়েছে। আমার প্রতিষ্ঠানের নামে বাণিজ্যিক এবং আমার পরিবারের একটি সঞ্চয়ী হিসাব নম্বর রয়েছে এ শাখায়- এ সুবাদে লেন-দেন করতে গিয়ে ব্যাংকের ম্যানেরজার সঞ্জীব দত্ত সহ অন্যান্য কর্মকর্তাদের বিনয়ী আচরণ, সহযোগিতামূলক মনোভাব ও লেনদেনে অধিকতর ব্যাংকিং সুবিধা পেয়ে আমি প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। উদাহরণস্বরূপ বলা যায়- উল্লেখিত প্রতিষ্ঠানের ইতিবাচক পদক্ষেপ গুলো হলো, প্রথমত: যে কোন ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করতে গেলে আলাদা কোন সার্ভিস ফি কর্তন করা হয় না। দ্বিতীয়ত: একই কার্ডে ডেবিট ও ক্রেডিট সুবিধা। তৃতীয়ত: প্রতিদিনের সুদ আলাদা ভাবে গণনা করা হয় এবং মাসিক হারে প্রদান করা হয়। চতুর্থত: দ্রুত সময়ের মধ্যে ঋণ প্রাপ্তি এবং ঋণ অনুমোদন ব্যায় মাত্র ০.৫%। পঞ্চমত: যে কোন একাউন্টে, যে কোন কার্ডে, যে কোন ব্যাংকে কোন চার্জ ছাড়াই ফান্ড ট্রান্সফার করার সুবিধা।গ্রাহক লেনদেনের সুবিধার্থে এই শাখার অধীন আরো ৭টি উপশাখা রয়েছে যেমন: নান্দাইল উপশাখা, করিমগঞ্জ উপশাখা, পাকুন্দিয়া উপশাখা, বড়বাজার উপশাখা, হোসেনপুর উপশাখা, পুলেরঘাট উপশাখা, আঠারোবাড়ী উপশাখা।পরিশেষে বলার অপেক্ষা রাখে না, IFIC ব্যাংক লিমিটেড, কিশোরগঞ্জ শাখার সেবাপ্রদান করার চলমান কার্যক্রমগুলো ব্যাংকিং খাতে কিশোরগঞ্জবাসীর জন্য শুভ বার্তা ও সু-বাতাস বয়ে আনবে।