শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১১:১০ পূর্বাহ্ন

চীনে ১৬ ডিসিপ্লিনে খেলবে বাংলাদেশ

চীনে ১৬ ডিসিপ্লিনে খেলবে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

একুশে ডেস্ক:
এশিয়ান গেমসের ১৯তম আসরের পর্দা উঠবে চীনের হংজুতে। ৪৫ দেশের অংশগ্রহণে গেমস শুরু হবে ১০ সেপ্টেম্বর। চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। এই আসরে ১৬ ডিসিপ্লিনে খেলবে বাংলাদেশ।
মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ)। লাল-সবুজের প্রতিনিধিরা যে ডিসিপ্লিনে লড়বে সেগুলো হলো- ক্রিকেট (পুরুষ ও নারী), ফুটবল (পুরুষ), হকি (পুরুষ), অ্যাথলেটিকস (পুরুষ), সাঁতার (পুরুষ ও নারী), আরচারি (পুরুষ ও নারী), ফেন্সিং (পুরুষ ও নারী), ভারোত্তোলন (পুরুষ ও নারী), গলফ (পুরুষ), জিমন্যাস্টিকস (পুরুষ ও নারী), কারাতে (পুরুষ ও নারী), ব্রিজ (পুরুষ), শুটিং (পুরুষ ও নারী), তায়েকোয়ান্দো (পুরুষ ও নারী), দাবা (পুরুষ ও নারী) ও কাবাডি (পুরুষ ও নারী)।
এ ছাড়া নারী ফুটবল এবং অ্যাথলেটিক্সের ১০০ মিটার স্প্রিন্টে অংশ নিতে পারে বাংলাদেশ। ইভেন্ট দুটোর জন্য বিলম্বে আবেদন পাঠিয়েছে বিওএ। এখন দেখার অপেক্ষা, এশিয়ান গেমস কর্তৃপক্ষ এ আবেদন মঞ্জুর করে কি না।
Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana