বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০২:৫৯ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রকে ঠেকাতে চীন-ইরান ঐক্যবদ্ধ

যুক্তরাষ্ট্রকে ঠেকাতে চীন-ইরান ঐক্যবদ্ধ

যুক্তরাষ্ট্রের চাপের মধ্যেই ইরানের পাশে চীন। ২৫ বছর মেয়াদি সহযোগিতামূলক চুক্তি শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে চীন ও ইরান। চীনের জিয়াংসু প্রদেশের উউশি শহরে একটি বৈঠক শেষে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়েং ই ও ইরানি পররাষ্টমন্ত্রী হোসাইন আমির আব্দুল্লাহিয়ান এ ঘোষণা দেন। গত মার্চে সই হওয়া এ চুক্তি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞায় থাকা গালফ অঞ্চলের দেশ ইরানের অর্থনৈতিক ও রাজনৈতিক সক্ষমতা বাড়াবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এ চুক্তি দুই দেশের জ¦ালানি, অবকাঠামো, কৃষি, স্বাস্থ্য, সংস্কৃতি এবং সাইবার-সংশ্লিষ্ট সহযোগিতা আরও গভীর করবে। বাড়বে চীনের স্বপ্নের প্রকল্প বেল্ট অ্যান্ড রোডের (বিআরআই) কার্যক্রম।
উল্লেখ্য, ছয় বিশ^শক্তির সঙ্গে ইরানের পরমাণু চুক্তি নতুন করে শুরু করতে সার্বিক সহযোগিতা দেবে চীন। ইরানের পরমানু কার্যক্রম নিয়ন্ত্রণ করতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন, জার্মানি এবং ফ্রান্সের সঙ্গে ২০১৫ সালে জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন জেসিপিওএ) সই করে তেহরান। ২০১৮ সালে চুক্তি থেকে বের হয়ে যায় যুক্তরাষ্ট্র। বাইডেন প্রশাসন চুক্তিটি নতুন করে শুরুর চেষ্টা করছে। কিন্তু ইরান বিষয়টিতে তেমন গুরুত্ব দিচ্ছে না।

শাফায়েত জামিল রাজীব
প্রধান সম্পাদক
একুশে টাইমস্ বিডিডটকম

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana