শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০২:২৩ পূর্বাহ্ন

জনপ্রিয়তার জরিপ, শীর্ষে মোদি বাইডেন ষষ্ঠ

জনপ্রিয়তার জরিপ, শীর্ষে মোদি বাইডেন ষষ্ঠ

একুশে ডেস্ক:
বিশ্বের প্রভাবশালী ১৩টি দেশের নেতাদের মধ্যে জনপ্রিয়তার দৌড়ে আবারও এগিয়ে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৭১ শতাংশ জনসমর্থন নিয়ে এ তালিকায় সবার ওপরে উঠে এসেছেন তিনি।
আন্তর্জাতিক জরিপ সংস্থা মর্নিং কনসাল্টের সমীক্ষার ভিত্তিতে শুক্রবার (২১ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
মর্নিং কনসাল্ট পলিটিক্যাল ইন্টেলিজেন্স বৃহস্পতিবার (২০ জানুয়ারি) অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, ফ্রান্স, জার্মানি, ভারত, ইতালি, জাপান, মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, স্পেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সরকারপ্রধানের জনসমর্থনের সবশেষ তথ্য তুলে ধরেছে।
এতে নরেন্দ্র মোদির পরে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর। তৃতীয় অবস্থানে ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি (৬০ শতাংশ), চতুর্থ জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা (৪৮ শতাংশ), পঞ্চম জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস (৪৪ শতাংশ)। ৪৩ শতাংশ জনসমর্থন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রয়েছেন ষষ্ঠ অবস্থানে।
Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana