শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৪:৫৮ অপরাহ্ন

এক মহান কিংবদন্তীর কথা বলছি-

এক মহান কিংবদন্তীর কথা বলছি-

এমন একজন কিংবদন্তীর কথা বলছি-উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত নয়: বরং নিজ সাংগঠনিক দক্ষতাও রাজনৈতিক দূর দর্শিতার জন্য তিনি আজ আমাদের মহামান্য রাষ্ট্রপতি, এড: আব্দুল হামিদ। ভাটির ‘শার্দুল’ নামে খ্যাত এড: আব্দুল হামিদ ১৯৪৪ সালে ১লা জানুয়ারি মিঠামইন উপজেলার কামারপুর গ্রামে জন্মগ্রহণ করে। অত:পর উচ্চ শিক্ষার্থে কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজে ভর্তি হয়ে ’৫৯ সালে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হন এবং তখন আইয়ুবশাহীর রোষানলে পড়ে কারারুদ্ধ হন। মুক্তি পেয়ে ’৬৩ সালে উনি গুরুদয়াল কলেজ ছাত্রসংসদের জি.এস. নির্বাচিত হন ও ’৬৫ সালে ভি.পি নির্বাচিত হন। তবে ’৬৪ সালে মহকুমা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করার সময় তার অসামান্য সাংগঠনিক প্রতিভা, ত্যাগ, রাজনৈতিক জ্ঞান কিশোরগঞ্জ ছাত্র আন্দোলনকে এক নতুন রূপ দেয়। ’৬৬-’৬৭ সালের উত্তাল দিনগুলোতে উনি বৃহত্তর ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি দায়িত্ব পালন করেন এবং জাতির ক্রান্তিলগ্নে ছয় দফা আন্দোলনসহ ’৬৯ গণ অভুত্থানে বিশেষ ভূমিকা রাখেন। শুধু তাই নয় ’৭০ সাধারণ নির্বাচনে ময়মনসিংহ-১৮ আসনে (ইটনা-মিঠামইন-অস্টগ্রাম-তাড়াইল-করিমগঞ্জ) পাকিস্তানের কেন্দ্রীয় পরিষদ সদস্য (এম.এন.এ) নির্বাচিত হন। তখন তিনি ছিলেন পরিষদে সর্বকনিষ্ট নির্বাচিত সদস্য। ’৭৫ পট পরিবর্তনের পর আওয়ামলীগের প্রতি অনুগত থাকায় জিয়া সরকার ’৭৬-’৭৮ পর্যন্ত তাঁকে কারাবন্দী রাখেন। তবুও তিনি দলীয় আদর্শের সাথে বেঈমানী করেন নি। সর্বশেষ তিনি ২০০৮ সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে ৮ম বারের মতো সাংসদ নির্বাচিত হন। এছাড়াও তিনি সপ্তম জাতীয় সংসদে ডেপুটি স্পিকার ও স্পিকারের দায়িত্ব পালন। ৮ম জাতীয় সংসদে বিরোধী দলীয় উপনেতার দায়িত্ব পালন। পুনরায় নবম জাতীয় সংসদে দ্বিতীয় বারের মতো স্পিকারের আসনে আসীন হন এবং দেশ ও দলের স্বার্থে পরবর্তীকালে রাষ্ট্রপতির পদ অলংকৃত করেন। বর্তমানে উনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দ্বিতীয় মেয়াদের রাষ্ট্রপতি। ব্যক্তিগত জীবনে এই সদালাপি মানুষটি বিভিন্ন সামাজিক কর্মকান্ডেও জড়িত ছিল। উনি কিশোরগঞ্জ আইনজীবী সমিতির পাঁচবার নির্বাচিত সভাপতি ছিলেন। আর উনার রাজনৈতিক চারনভূমি কিশোরগঞ্জ সর্বস্তরের জনমানুষের কাছের লোক হিসেবে উনি ভীষন পরিচিত। উনি সকল ধর্ম-বর্ণ, শ্রেণী-পেশার উর্ধ্বে একজন অভিভাবক। তাইতো বোধহয়, নিন্দুকেরাও উনাকে কিশোরগঞ্জ ‘জয়প্রকাশ নারায়ন’ বলে আখ্যায়িত করে।

শাফায়েত জামিল রাজীব
প্রধান সম্পাদক
একুশে টাইমস্ বিডিডটকম

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana