সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৬:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হোসেনপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু কিছু লোক সবসময় বিরোধিতা করবেই, উলটা-পালটাও বলবে: প্রধানমন্ত্রী আরও তিন দিন ঝড়োহাওয়া বজ্রবৃষ্টির আভাস টি আর,কাবিখার টাকা গোবিন্দপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি সম্পাদকের পকেটে ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারি গ্রেফতার কিশোরগঞ্জে জাতির পিতার জন্মদিন উপলক্ষ্যে আলোচনাসভা দোয়া ও মিলাদ জারইতলা স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত কিশোরগঞ্জে বঙ্গবন্ধু উদ্যান ও কেন্দ্রীয় স্মৃতিসৌধ নির্মানের দাবী টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হলে বিশ্বনেতা হওয়াও সম্ভব: ডেপুটি স্পিকার
কিশোরগঞ্জের সিনিয়র সাংবাদিক আলমগীর শাহজাহান রেজা শোক শ্রদ্ধায় সমাহিত

কিশোরগঞ্জের সিনিয়র সাংবাদিক আলমগীর শাহজাহান রেজা শোক শ্রদ্ধায় সমাহিত

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহসভাপতি এটিএন বাংলা ও এটিএন নিউজের সাবেক জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আলমগীর শাহজাহান রেজা (৭৪) শোক শ্রদ্ধায় সমাহিত হয়েছেন। শনিবার বাদ যোহর কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শহীদী মসজিদ চত্বরে জানাজার নামাজশেষে ঐতিহাসিক পাগলা মসজিদের কবর স্থানে মরহুমের লাশ দাফন করা হয়েছে। জানাজার নামাজে কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহীন খান, একে নাছিম খান, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল হক মোল্লা দুলু, সাইফুল মালেক চৌধুরী,জেলা পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক মু.আ.লতিফ, সাংবাদিক শেখ মাসুদ ইকবাল, সাংবাদিক আশরাফুল ইসলাম, সাংবাদিক মাজহার মান্না, সাংবাদিক জুয়েল চৌধুরী, সাংবাদিক শফিকুল ইসলাম ফকির মতি, সাংবাদিক মোর্কারম হোসেন ভূঞা, সাংবাদিক ও লেখক আমিনুল হক সাদী, সাংবাদিক আবুল কাশেম, সাংবাদিক খায়রুল ইসলামসহ কিশোরগঞ্জ প্রেসক্লাবের বিভিন্ন ক্যটাগরির সদস্যগণ, জনপ্রতিনিধি, বিভিন্ন প্রিন্ট ইলেক্ট্রনিক্স ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ, সামাজিক সাংস্কৃতিক, রাজনৈতিকদলের ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি পেশার সহস্রাধিক মুসুল্লীগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত শুক্রবার বিকেল সাড়ে ৩টায় বাজিতপুরের জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহসভাপতি এটিএন বাংলা ও এটিএন নিউজের সাবেক জেলা প্রতিনিধি আলমগীর শাহজাহান রেজা ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি….রাজিউন) । মৃত্যুকালে তিনি স্ত্রী, ভাই, ১ ছেলে ২ মেয়েসহ অসংখ্যা আত্বীয় স্বজন ও বহুগুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে জনপ্রতিনিধি, বিভিন্ন প্রিন্ট ইলেক্ট্রনিক্স ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ, সামাজিক সাংস্কৃতিক, রাজনৈতিকদলের ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ শোক জানিয়ে মরহুমের বিদেহী আতœার মাগফেরাত কামনা করেছেন।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana