ইংল্যান্ডের কাছে ৭ উইকেটে হেরে শিরোপা ধরে রাখার মিশন শুরু করে রাকিবুল হাসানরা। ইংলিশরা টানা তিন জয়ে ‘এ’ গ্রুপের সেরা হয়ে শেষ আটে নাম লিখিয়েছে। বৃহস্পতিবার তাদের কাছে হারে আমিরাতের যুবারা। একই দিনে কানাডা অনূর্ধ্ব-১৯ দলকে উড়িয়ে দিয়েছে জুনিয়র টাইগাররা। রিপন মণ্ডল (৪/২৪), মেহেরব (৪/৩৮) এবং আশিকুর জামানের (২/২১) নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ১৩৬ রানেই গুটিয়ে যায় কানাডার ইনিংস।
রান তাড়ায় তেমন বেগ পোহাতে হয়নি বাংলাদেশকে। মাহফিজুল ইসলাম (১২), ইখতেখার হোসেন (৬১*), প্রান্তিক নওরোজ নাবিল (৩৩) এবং আইচ মোল্লাহর (২০*) ব্যাটে ৩০.১ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় চ্যাম্পিয়নরা।