রবিবার, ২৮ মে ২০২৩, ১১:০৫ অপরাহ্ন
একুশে ডেস্ক:
হজরত মুহাম্মদ (সা:) এবং তার স্ত্রীদের একজনকে নিয়ে অপমানজনক পোস্ট শেয়ার করায় এক নারীকে মৃত্যুদণ্ড দিয়েছে পাকিস্তানের একটি আদালত।
২০২০ সালের মে মাসে দায়ের করা ওই মামলার বিচারক আদনান মুশতাক রায়ে লিখেছেন, ‘অভিযুক্ত নারী তার হোয়াটসঅ্যাপ ম্যাসেজে যে নিন্দামূলক উপাদান শেয়ার করেছেন, তা অভিযোগকারীর জন্য একজন মুসলিম হিসাবে সহনীয় ছিল না।’
নিজেকে নির্দোষ দাবি করে আনিকা বলেন, ‘অভিযোগকারী হাসনাত ফারুক তার প্রতি বন্ধুত্বপূর্ণ হতে অস্বীকার করায় ইচ্ছাকৃতভাবে আমাকে একটি ধর্মীয় আলোচনায় টেনে নিয়ে ব্ল্যাকমেইল করেছেন।’ আলজাজিরা।