সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০২:০৮ অপরাহ্ন

মাস্কে বেশি সুন্দর দেখায় : ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ের গবেষণা

মাস্কে বেশি সুন্দর দেখায় : ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ের গবেষণা

একুশে ডেস্ক:
করোনার প্রাদুর্ভাব শুরুর পর থেকেই বিশ্বজুড়ে মাস্ক মানুষের অন্যতম পরিধেয় এক বস্তুতে পরিণত হয়েছে। মুখে মাস্ক পরা মানুষের অভ্যাস হয়ে ওঠায় কালবিলম্ব না করে ফ্যাশন ইন্ডাস্ট্রিও নানা ধরনের মাস্ক তৈরি করতে শুরু করে। মাস্ক পরে মানুষকে দেখতে কেমন লাগে, এ নিয়ে এবার একটি গবেষণাও হয়েছে। যুক্তরাজ্যের কার্ডিফ ইউনিভার্সিটির সেই গবেষণার ফল বলছে, মুখে মাস্ক পরলে একজন মানুষ আরও সুদর্শন হয়ে ওঠেন।
গবেষণায় দেখা যাচ্ছে, মুখে মাস্ক পরলে মানুষকে আরও আকর্ষণীয় দেখায়। বিশ্ববিদ্যালয়টির মনোবিজ্ঞান বিভাগের রিডার ও মাস্ক বিশেষজ্ঞ মাইকেল লুইস গবেষণায় দেখতে পেয়েছেন, মুখের নিম্নভাগে মাস্ক পরলে নারী-পুরুষ নির্বিশেষে আরও সুন্দর হয়ে ওঠেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, রোগ ও অসুস্থতা নিয়ে মাস্ক সম্পর্কে মানুষের মধ্যে থাকা নেতিবাচক ধারণার কোনো পরিবর্তন হয়েছে কি না, মূলত সেটা দেখার জন্যই এ গবেষণা করা হয়েছে। কারণ মহামারিকালে গোটা বিশ্বের মানুষ এখন নিজেদের সুরক্ষার জন্য হলেও মুখে মাস্ক ব্যবহার করছেন।
গবেষণার এমন ফল দেখে আশ্চর্য হয়েছেন জানিয়ে গবেষক মাইকেল লুইস বলছেন, ‘আমরা পরীক্ষা করতে চেয়েছিলাম যে মাস্ক সর্বব্যাপী হয়ে ওঠার পর থেকে এ ধারণার (মাস্ক অস্বাভাবিক অসুস্থতা বোঝায়) কোনো পরিবর্তন হয়েছে কি না। মাস্কের প্রকারভেদের কোনো প্রভাব রয়েছে কি না, সেটা বুঝতে চেয়েছিলাম।’ গবেষণায় আরও দেখা গেছে, নীল রঙের মাস্ক পরলে একজন মানুষকে সবচেয়ে সুদর্শন ও আকর্ষণীয় দেখায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana