শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩, ০৬:৪৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জের নিকলী উপজেলার ধারিশ্বর এলাকা থেকে শহীদ (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে ১হাজার ৫শত পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
বৃহস্পতিবার (২০জানুয়ারি) বেলা ১টার দিকে তাকে আটক করে। আটককৃত ব্যক্তি জেলার কটিয়াদী উপজেলার করগাঁও মামুদপুর গ্রামের মাইজ উদ্দিনের পুত্র।
জানাযায়, তিনি কিশোরগঞ্জসহ আশেপাশের জেলাগুলোতে ইয়াবা ট্যাবলেট পাইকারি ও খুচরা বিক্রয় করে আসছিল। উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য তার উপর র্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বেলা ১টার দিকে জেলার নিকলী উপজেলার ধারিশ্বর এলাকা থেকে তাকে আটক করে।
কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে: কমান্ডার এম শোভন খান (বি.এন) জানান, তিনি দীর্ঘদিন মাদক ব্যবসা করে আসছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ক্রয় বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তিনি আরো বলেন, মাদকের মতো সামাজিক ব্যধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
এ ব্যাপারে ধৃত আসামীর বিরুদ্ধে জেলার নিকলী থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।