বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৯:৫৩ অপরাহ্ন

শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণে ১ দিনের প্রশিক্ষণ কর্মশালা

শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণে ১ দিনের প্রশিক্ষণ কর্মশালা

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের বাজিতপুরে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণে ১দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার পৌর শহরের শহীদ হেলাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের আয়োজিত দিনব্যাপী মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণ ১দিনের প্রশিক্ষণ কর্মশালায় অত্র বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান শিক্ষিকা শামীম আরা বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের প্রোগ্রমার শাহ্ এমরান, রঞ্জু আহমেদ, সাংবাদিক মহিউদ্দিন লিটন।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফজলে এলাহী। উল্লেখ্য, অনুরূপ অনুষ্ঠান আরো দুটি প্রাথমিক বিদ্যালয় ও ৩টি মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত বক্তৃতা, চিত্রাংকন প্রতিযোগীতা, কুইজ, লিখিত পরীক্ষা, রচনা প্রতিযোগীতা শেষ প্রত্যেককে পুরষ্কার প্রদান করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana