বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১০:০২ অপরাহ্ন

কিশোরগঞ্জে বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার সমিতির ত্রি বার্ষিক সম্মেলনে নতুন কমিটি গঠিত

কিশোরগঞ্জে বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার সমিতির ত্রি বার্ষিক সম্মেলনে নতুন কমিটি গঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার সমিতি কিশোরগঞ্জ শাখার ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ জানুয়ারী) সকালে কিশোরগঞ্জ শহরস্থ মফিজ পন্ডিত স্মৃতি পাঠাগারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মনের সঞ্চালনায় ও সভাপতি মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান। প্রধান আলোচক ছিলেন বেসরকারি গণগ্রন্থাগার সমিতির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ ড.ইয়াছমিন আহমেদ। উদ্বোধক ছিলেন জেলা সরকারী গণগ্রন্থাগারের সহকারী পরিচালক আজিজুল হক সুমন। বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ সরকারী মহিলা কলেজের প্রভাষক শাকিল সরকার, অধ্যাপক ডাঃ মহিউদ্দিন আহমেদ,বীরমুক্তিযোদ্ধা আইয়ুব বিন হায়দার ,বীরমুক্তিযোদ্ধা আ.মান্নান,বীরমুক্তিযোদ্ধা ডাঃ ছিদ্দিক হোসাইন, সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ নুরুন্নবী বাদল, বেসরকারি গণগ্রন্থাগার সমিতির কেন্দ্রীয় কমিটির চারু, আশরাফুল আলম প্রমুখ। পরে হাজী আ.খারৈক পাঠাগারের প্রতিষ্ঠাতা মোঃ রুহুল আমিনকে বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সভাপতি, বাতিঘর পাঠাগারের প্রতিষ্ঠাতা স্বপন কুমার বর্মনকে সাধারণ সম্পাদক ও মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগারের প্রতিষ্ঠাতা আমিনুল হক সাদীকে সাংগঠনিক সম্পাদক করে একটি কমিটি গঠিত হয়। এ সময় জেলার বিভিন্ন উপজেলার বেসরকারী গণগ্রন্থাগারের প্রতিনিধিগণ, বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana