সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০১:০১ অপরাহ্ন
একুশে ডেস্ক:
ঢাকার ধামরাইয়ে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে লাবিব হোসেন (১৪) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত ৮টার দিকে ঘটনাটি ঘটে।
শিশুর শারিরিক পরীক্ষার জন্য রোববার রাজধানীর হোসেন শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে।
পুলিশ জানায়, লাবিব বাড়ির পাশ থেকে দোকানে মজা খাওয়ানোর কথা বলে বাড়ি থেকে শিশুটিকে ডেকে নিয়ে যায় বংশী নদীর পাশে একটি সিম ক্ষেতের ভেতর। এরপর তাকে ধর্ষণ করে লাবিব। এতে ওই শিশু চিৎকার করলে এলাকাবাসী ঘটস্থল থেকে শিশুকে উদ্ধার করে এবং কিশোরকে আটক করে। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করেন এলাকাবাসী।
এ বিষয়ে কাওয়ালীপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপ পুলিশপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান বলেন, অভিযোগ পেয়ে, ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ওই কিশোরকে গ্রেফতার করা হয়। ওই শিশুর ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে প্রেরণের জন্য পুলিশ হেফাজতে আনা হয়েছে। কিশোরের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।