সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০১:০৩ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে খোকন চন্দ্র শীল নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। ১৫ জানুয়ারি রাত ৯ টায় উপজেলার মোল্লারহাট ইউনিয়নের মালুহার গ্রামে এঘটনাটি ঘটে।
নিহত খোকন চন্দ্র শীলের ছেলে সঞ্জিব চন্দ্র শীল জানান, আমাদের পুকুরের মাছ জোর করে ধরে নেয় প্রতিবেশি সঞ্জয় চন্দ্র শীল ও তার স্ত্রী লিপি চন্দ্র শীল আমরা এ সময় বাঁধা দিলে আমাকে ও আমার বাবাকে কিল-ঘুষি ও লাথি মেরে মারাত্মক ভাবে আহত করে। তাদের এলোপাথারি হামলায় আমার বাবা গুরতর অসুস্থ্য হন। তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঃ আতাউর রহমান জানান, বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।