শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:৪৫ অপরাহ্ন

পাকুন্দিয়ায় শেষ দিনে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলেন ২১ প্রার্থী

পাকুন্দিয়ায় শেষ দিনে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলেন ২১ প্রার্থী

আগুন আমিন (কিশোরগঞ্জ) পাকুন্দিয়া :

আসন্ন ইউপি নির্বাচনে পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীসহ ২১ জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত এসব মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন প্রার্থীরা।

উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ সাখাওয়াৎ হোসেন জানান, উপজেলার ৯টি ইউনিয়নের চেয়ারম্যান পদে ১১জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। তারা হলেন, ১নং জাঙ্গালিয়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আ. হাকিম, জামাল হোসেন জজ মিয়া, মো. বিল্লাল হোসেন। নারান্দি ইউনিয়নের এইচ এ জাওয়াদ, মজিবুর রহমান (সোহাগ), ফজলুল হক। পাটুয়াভাঙ্গা ইউনিয়নের হুমায়ুন কবির। চন্ডিপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মতিউর রহমান, হোসেন্দি ইউনিয়নের আ. হাই মাস্টার, সুখিয়া ইউনিয়নের নাজমুল হক বাচ্চু ও মোস্তফা কামাল। তিনি আরো বলেন, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য প্রার্থী ১০জন তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ৬ জানুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ছিল এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ছিল ১৩ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত। আগামীকাল শুক্রবার ১৪ জানুয়ারি প্রতিক বরাদ্ধ দেয়া হবে এবং ভোট অনুষ্ঠিত হবে আগামী ৩১ জানুয়ারি।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana