শুক্রবার, ০৯ Jun ২০২৩, ০১:৪৩ অপরাহ্ন

বুস্টার ডোজে দেওয়া হবে মডার্নার টিকা

বুস্টার ডোজে দেওয়া হবে মডার্নার টিকা

একুশে ডেস্ক:

করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ থেকে সুরক্ষায় বুস্টার ডোজে ফাইজারের পরিবর্তে এখন থেকে দেওয়া হবে মডার্নার টিকা।

এতদিন ফাইজারের টিকা দিয়েই বুস্টার ডোজ দেওয়া হচ্ছিল। আজকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে— দেশের সব পর্যায়ে বুস্টার ডোজ দেওয়ার ক্ষেত্রে ফাইজারের টিকার পরিবর্তে মডার্নার টিকা দেওয়া হবে। স্কুল-কলেজগামী ১২ থেকে ১৭ বছর বয়সি  শিক্ষার্থীদের এবং যারা প্রথম ডোজ হিসেবে ফাইজার নিয়েছেন, তাদের জন্য এই টিকা সংরক্ষণ করতে বলা হয়েছে।

মার্কিন বহুজাতিক প্রতিষ্ঠানের তৈরি ফাইজার-বায়েএনটেকের টিকা বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশে আসছে। মডার্নার টিকাও যুক্তরাষ্ট্রে তৈরি।  এই দুটি টিকা করোনা থেকে সুরক্ষা দিতে বেশ কার্যকর বলে একাধিক গবেষণায় প্রমাণিত হয়েছে।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana