মঙ্গলবার, ০৫ Jul ২০২২, ১০:২৪ অপরাহ্ন
দর্পন ঘোষ (কটিয়াদী) কিশোরগঞ্জ:
কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃহস্পতিবার এমপি নূর মোহাম্মদ বুস্টার ডোজ গ্রহণ করেছেন। বুস্টার ডোজ প্রদান করেন সহকারী স্বাস্থ্য পরিদর্শক ফাতেমা আক্তার হ্যাপি। এ সময় টিকা নিতে আসা লোকজনকে স্বাস্থ্য সচেতন থাকার পরামর্শ দেন।
তার সাথে উপস্থিত উপস্থিত ছিলেন সাবেক স্বাস্থ্য উপ-পরিচালক ডক্টর মুক্তার উদ্দিন ভূঁইয়া বাচ্চু, স্বাস্থ্য ও পরিবার কল্পনা কর্মকর্তা ডক্টর তাজরিনা তৈয়ব, কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহাদাত হোসেন। কটিয়াদী বাজার বণিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা তুলসী কান্তি রাউত। সাংবাদিক দর্পন ঘোষ, পৌর যুবলীগের সভাপতি শাহরিয়ার ইমরান, জালালপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুল ইসলাম জুয়েল, থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম জাহাঙ্গীর, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জগলুল হোসেন, স্বাস্থ্য সহকারি রিয়াজ মাহমুদ মুক্তা প্রমূখ।