মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৯:৪৫ অপরাহ্ন

বাজিতপুরে ভ্রাম্যমান আদালতে ২ ব্যবসায়ীর অর্থদন্ড : ৯৩ হাজার নকল বিড়ি জব্দ 

বাজিতপুরে ভ্রাম্যমান আদালতে ২ ব্যবসায়ীর অর্থদন্ড : ৯৩ হাজার নকল বিড়ি জব্দ 

স্টাফ রিপোর্টার :

বাজিতপুরের সরারচর বাজারে ১১ জানুয়ারি বিকালে ভ্রাম্যৃান আদালত পরিচালনা  করে দু’ ব্যবসায়ীকে অর্থ দন্ড প্রদান করেছেন।
জানাগেছে,  সহকারী কমিশনার  (ভূমি)  ও নির্বাহী  ম্যাজিস্ট্রেট  ইশরাত জাহান  ভোক্তা অধিকার সংরক্ষণ  আইনে এ আদালত পরিচালনা করে   নকল কৃত্রিম  জাল ব্যান্ডরোল ব্যবহার  করে সরকারী  শুল্ক ফাঁকি দেয়া বিড়ি দোকানে মজুত রাখায় অর্থদন্ড   করা  হয়।
এ সময়  সরারচর  বাজারের ব্যবসায়ী জলি ষ্টোরের মালিক মোঃ গোলাপ মিয়াকে তিনহাজার দুইশত টাকা  ও সন্জয়বণিক কে  দুই হাজার দুইশত টাকা জরিমানা আদায় করেন।  অপরাধ স্বিকার  করায় ও ভবিষ্যতে  না করার প্রতিশ্রুতি দেয়ায় এ দন্ড দেয়া হয় বলে সংশ্লিষ্ট সূএ জানায়।  এছাড়াও  এ দুই ব্যবসায়ীর দোকান থেকে  তিরানব্বই হাজার জালব্যান্ডরোল সংযুক্ত  পঁচা বিড়ি  ও গোলাপ বিড়ি  জব্দ করেন। জব্দকৃত বিড়ি পুড়িয়ে তৎক্ষনাত ধ্বংস  করা হয়।
Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana