সোমবার, ০৫ Jun ২০২৩, ০১:৪৬ পূর্বাহ্ন
প্রেস রিলিস:
গতকাল মঙ্গলবার জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ এর অন্যতম সহযোগী সংগঠন জাতীয় যুব জোট এর কেন্দ্রীয় কমিটির পরিবেশ বিষয়ক সম্পাদক ও জাতীয় যুব জোট কিশোরগঞ্জ জেলার সভাপতি শারফুদ্দীন সোহেল এর উদ্যোগে অসহায় দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জাতীয় যুব জোট এর কেন্দ্রীয় কমিটির পরিবেশ বিষয়ক সম্পাদক ও জাতীয় যুব জোট কিশোরগঞ্জ জেলার সভাপতি শারফুদ্দীন সোহেল। উক্ত কম্বল বিতরণী অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভা আখড়াবাজারস্থ জাসদ কার্যালয়ে জাতীয় যুব জোট কিশোরগঞ্জ জেলার সহ-সভাপতি মো. রেয়াজুর রাফীর সভাপতিত্বে ও বাংলাদেশ ছাত্রলীগ কিশোরগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মো. আসিফ ইকবাল খান অমি এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসদ কিশোরগঞ্জ জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রকিবুল হাসান রাকিব, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাসদের সহ সভাপতি মাহমুদা বেগম শেলী, সাংগঠনিক সম্পাদক ও জাতীয় যুব জোট কিশোরগঞ্জ জেলার সভাপতি শারফুদ্দীন সোহেল, জাতীয় যুব জোট জেলার সাধারণ সম্পাদক মো.সালেক হোসেন রনি, উক্ত অনুষ্ঠানে ভার্চুয়ালে অংশগ্রহণ করেন প্রবাসী বন্ধু পরিষদ এর সংযুক্ত আরব আমিরাত শাখার সভাপতি মো. আসলাম উদ্দীন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগ নেতা মো. দ্বীন ইসলাম, আব্দুর রউফ। এসময় আরো উপস্থিত ছিলেন মাশরাফি হাসান মাহী, শৈশব, পরাগ, আবির সহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় আলোচনায় বক্তারা বলেন, যুব সমাজ এরকম মানবিক কাজে এগিয়ে আসলে ও সমাজের বিত্ত্ববান লোকেরা একটু সহায়তার হাত বাড়িয়ে দিলে সমাজের অসহায় দরিদ্র শীতার্ত মানুষের শীতের কষ্ট অনেকাংশে লাঘব হবে এবং শীতার্ত মানুষের মুখে প্রকৃত হাসি ফুটে ওঠবে। বক্তাতারা আরো বলেন, মনুষ্যত্ব ছাড়া যেমন মানুষ হওয়া যায়না তদ্রুপ মানবিক ও সামাজিক কাজ ছাড়া প্রকৃত রাজনীতিবিদ হওয়া যায় না। আগামীতেও এরকম ভাল, মহতী উদ্যোগ নিয়ে জাতীয় যুব জোট সমাজের অসহায় মানুষের পাশে থাকবে। সংক্ষিপ্ত আলোচনা শেষে দুই শতাধিক অসহায় দরিদ্র শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়।